গাঁজা কিনতে বগুড়া থেকে কুড়িগ্রামে এসে কারাগারে যুবক
এনা পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করে পুলিশ
গাঁজা কিনতে বগুড়া থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসে গ্রেফতার হয়েছেন বিপ্লব উদ্দিন (২২) নামের এক যুবক। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) জেলা শহরের শাপলা চত্বরে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস থেকে দেড় কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এতথ্য নিশ্চিত করেছেন।

আটক বিপ্লব উদ্দিন বগুড়ার মোহনপুর থানার চিকাশি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বিপ্লব উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি গাঁজা কিনতে কুড়িগ্রামে এসেছিলেন। তার বিরুদ্ধে বগুড়াতেও মাদকের মামলা আছে।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, আটক বিপ্লব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মাসুদ রানা/এসআর/এমএস