ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকায় প্রকাশ্যে ভোট দিতে বললেন উপজেলা ভাইস চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১

যশোর সদর উপজেলার আরবপুর ইউপি নির্বাচনে সেন্টার দখলের নির্দেশনার পাশাপাশি প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়া ভেকুটিয়া স্কুলমাঠে সমাবেশে তিনি এ নির্দেশ দেন। এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সমাবেশে যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, আরবপুর ইউনিয়নের এই ওয়ার্ডে চেয়ারম্যানপ্রার্থী অন্য যারা আছেন, তাদের পোলিং এজেন্ট থাকবে না। তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের কাছে জানতে চান, ‘৪২শ ভোট, কত দেবেন?’ ৪০ উত্তর শুনে তিনি বলেন, ‘চার হাজার ভোট দেবেন, তাহলে কি আর বক্তব্য দেবো?’।

এরপর আনোয়ার হোসেন বলেন, ‘জামায়াত-বিএনপির কোনো ভোটার ভোটের মাঠে উঠবে না। নৌকা মার্কার যারা ভোটার শুধু তারাই ভোটের মাঠে উঠবে। আর যারা মেম্বর প্রার্থী হয়েছেন, তাদের অনুরোধ করবো, মেম্বার নির্বাচিত হবেন দয়া করে নৌকার ভোটে, জামায়াত-বিএনপির ভোটে মেম্বার নির্বাচিত হওয়ার কোনো প্রয়োজন নাই। সেন্টার আপনারা দখল করবেন। কারা বিএনপি করে, কারা জামায়াত করে এটা আপনারা কিন্তু প্রতিটা পাড়া-মহল্লায় চেনেন।’

এসময় তাকে আরও বলতে শোনা যায়, ‘জাতীয়ভাবে তারা (বিএনপি-জামায়াত) এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বয়কট করেছে। সুতরাং ভোটের মাঠে আসার অধিকার তাদের নাই। তারা যদি ভোটের মাঠে আসতে চায় ফেরত দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন।’

নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আরেকটি কথা হচ্ছে, নৌকার ভোট সবাই ওপেন মারবে, নৌকার ভোট টেবিলে মারবে। মেম্বার ভোট বুথে যেয়ে মারবে। যার যার পছন্দের মেম্বার বুথে যেয়ে মারুক তাতে আমাদের কোনো আপত্তি নাই। বাট নৌকার ভোট সবাইকে ওপেন মারতে হবে...এই অঞ্চল থেকে পোলিং এজেন্ট থাকবে না। নৌকা যে ভোট পাবে, তার অ্যাগেইনস্ট প্রার্থী ভোট পাবে শূন্য।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘নৌকার নেতাকর্মীদের অনেকে হুমকি-ধমকি দিচ্ছেন। এজন্য প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়ার জন্য বলেছি। নৌকার জন্য ভোট চেয়েছি। এখন যারা নৌকার বিজয় চান না, তারা এসব ভিডিও ভাইরাল করছেন।’

মিলন রহমান/এসআর/এএসএম