ব্রাহ্মণবাড়িয়ায় এখনো পৌঁছায়নি মাধ্যমিকের ৩৮ শতাংশ বই
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বিতরণের এখনো ৩৮ শতাংশ বই পৌঁছায়নি। রোববার (২ জানুয়ারি) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফি উদ্দিন।
তিনি বলেন, ‘জেলায় মাধ্যমিক পর্যায়ে ৪১ লাখ ৮৬ হাজার বইয়ের চাহিদা রয়েছে। এখন পর্যন্ত মাধ্যমিকের ৬২ শতাংশ বই হাতে এসে পৌঁছেছে। প্রত্যাশা করছি অল্প সময়ে সব বই হাতে পৌঁছাবে।’
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ১ জানুয়ারি শনিবার পর্যন্ত জেলায় প্রায় ২৬ লাখ বই পৌঁছেছে। এর মধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইটি এসেছে। এ বছর সরকার মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রমটি ভিন্নভাবে সাজিয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীকে তিনভাগে বিভক্ত করে ১২ দিনের মধ্যে নতুন বই বিতরণ করা হবে। প্রথম তিনদিন ষষ্ঠ, পরের তিনদিন সপ্তম এবং পর্যায়ক্রমে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, ‘সদর উপজেলায় মাধ্যমিকের ৬ লাখ ৮ হাজার ৯৩০টি বই এসে পৌঁছেছে। এছাড়া দাখিলের ৬৬ হাজার ৬৪০টি বই ও এবতেদায়ীর ৩১ হাজার ৬০০ বইয়ের চাহিদা রয়েছে। ২৯ ডিসেম্বর পর্যন্ত এক লাখ ২৪ হাজার ৫০০ বই এসেছে।’
এর আগে ১ জানুয়ারি জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল
- ২ ছয় বছরেই ব্যবহার অনুপযোগী দুই গুচ্ছগ্রামের শত পরিবারের বাসস্থান
- ৩ শিশির মনিরের নির্বাচনি সভায় বক্তব্য দিলেন সাবেক আ’লীগ নেতা
- ৪ স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তানদের নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী
- ৫ আপিলেও ফেরেনি বিএনপির আইয়ুবের প্রার্থিতা, বৈধ হয়েছে ছেলের মনোনয়ন