ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৪ ফেব্রুয়ারি থেকে এলএলবি প্রথম পর্ব পরীক্ষা শুরু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০২ জানুয়ারি ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

রোববার (২ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ তারিখে। ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd থেকে জানা যাবে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস