ঈশ্বরদীতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদীতে এমএম জুট মিলের শ্রমিক সুমন (২৫) বাসে উঠতে গিয়ে মেইন গেট ও বাসের মাঝে পিষ্ট হয়ে মারা গেছেন। রাত্রিকালীন ডিউটি শেষে সোমবার সকাল ৬টায় মিলের নিজস্ব বাসে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বাড়ি লালপুর উপজেলার সালামপুর গ্রামে।
মিলের ম্যানেজার বিপুল বলেন, এটি একটি দুর্ঘটনা। নিয়মানুযায়ী মিল থেকে ক্ষতিপূরণ দেয়া হবে। এই দুর্ঘটনার পর মিলের শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আলাউদ্দিন আহমেদ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ