ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় যুবক আটক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০২ জানুয়ারি ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি ব্যাংকের ভেতর থেকে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের কোর্ট রোডের আইএফআইসি ব্যাংকের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম ইউনুস শেখ (৩০)। বাড়ি খুলনার পাইকগাছা বলে জানিয়েছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, বিকাশের ডিলারের মানি কালেক্টর পদবির এক কর্মচারী আইএফআইসি ব্যাংকে একটি ব্যাগে প্রায় ৪ লাখ টাকা নিয়ে যান। সেখানে লেনদেনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে পায়ের মাঝে টাকার ব্যাগটি রেখে একটি চেক জমা দেন।

এসময় এক যুবক টাকার ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাংকের প্রহরী ও বিকাশের মানি কালেক্টর দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে ওই যুবককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস