সিলেটে ওষুধের দোকান ভাঙচুর, ব্যবসায়ীদের বিক্ষোভ
ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পক্ষ আর বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে রিকাবীবাজার এলাকার স্টেডিয়াম মার্কেটের ৫ থেকে ৬টি ফার্মেসিসহ কয়েকটি দোকানে ভাঙচুর করেছে। ছাত্রলীগ ক্যাডারদের তাণ্ডবের প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা।
এর আগে সোমবার বেলা আড়াইটার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ গ্রুপ ও বিদ্রোহী পক্ষের শামীম গ্রুপের মধ্যে সংঘর্ষের পর পরই ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি সামাদ ও বিদ্রোহী পক্ষের নেতা শামীম গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ চলাকাকলে জেলা ছাত্রলীগ সভাপতি সামাদ রিকাবীবাজারের স্টেডিয়াম মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। এর পরপরই স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা-ভাঙচুর শুরু করে ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা।
এ ব্যাপারে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে বলেন, রিকাবীবাজারে সংঘর্ষ হয়নি। নগরের স্টেডিয়াম মার্কেটের কয়েকটি ওষুধের দোকানে বেশ কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা ছাত্রলীগ কিনা বলতে পারবো না। তবে হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তদন্তে বেরিয়ে আসবে হামলাকারী কারা।
ছামির মাহমুদ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ