ঘরের আড়ায় স্বামীর, খাটে মিললো স্ত্রীর মরদেহ
গোবন্দগঞ্জ থানা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনিল মরমু (৪০) ও সুমি হিমরন নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের চুঙ্গুরা আদিবাসী পল্লীর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অনিল মরমু ওই পল্লীর মৃত হিরণ মরমুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ঘরের আড়ার সঙ্গে অনিল মরমু ঝুলন্ত মরদেহ ও ঘরের বারান্দায় খাটের ওপর সুমির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, ‘বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাহিদ খন্দকার/আরএইচ/এএসএম