ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে মৃত্যুর আগে স্কুলশিক্ষকের আঙুলের ছাপ নেওয়া নিয়ে রহস্য

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সবার অজান্তে মৃত্যুর আগ মুহূর্তে রবীন্দ্রনাথ সরকার নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের হাতের আঙুলের ছাপ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ সেনপাড়া এলাকায়। এ ঘটনায় সোমবার (৩ জানুয়ারি) নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মৃতের পুত্রবধূ অঞ্জনা রানী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার (২ জানুয়ারি) রবীন্দ্রনাথ সরকার অসুস্থ হয়ে পড়লে স্বজনরা সেবাযত্ন করার সময় দেখতে পায় তার হাতের বৃদ্ধাঙ্গুলিতে কালির ছাপ লাগানো। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তারা অভিযোগ জানাতে নাগেশ্বরী থানায় যান। থানায় থাকা অবস্থায়ই সন্ধ্যায় খবর পান রবীন্দ্রনাথ সরকার মারা গেছেন। এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমান।

পরিবারের অভিযোগ, একটি কুচক্রীমহল তাদের ক্ষয়ক্ষতি এবং সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে এ কাণ্ড ঘটিয়েছেন। এজন্য ‘মৃত্যু’ নিয়েও রহস্য তৈরি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করেছেন পরিবারের লোকজন।

মৃত রবীন্দ্রনাথ সরকারের কৃষ্ণা চন্দ্র (৪৬) ও রত্না সেন (৪০) নামের দুই মেয়ে রয়েছে। রঞ্জু কুমার সরকার নামের এক ছেলে এক বছর আগে মারা যান। তার স্ত্রী অঞ্জনা রানী শ্বশুরবাড়িতে দুই মেয়েকে নিয়ে থাকেন।

jagonews24

রবীন্দ্রনাথ সরকারের স্ত্রী ললিতা সরকারের (৬৫) ভাষ্যমতে, রোববার বিকেলে তার স্বামী অসুস্থ থাকাবস্থায় নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় সুখাতি এলাকার যোগেন মোক্তার নামের এক ব্যক্তি তাকে দেখতে আসেন। তখন তাদের ঘরে কেউ ছিলেন না। একপর্যায়ে তাকে ঘর থেকে বের হতে দেখা যায়। এসময় বাড়ির পূত্রবধূর কাছ থেকে পান-সুপারি চাইলে তিনি তা খেয়ে চলে যান। পরে তার পুত্রবধূ অঞ্জনা রানী তার শ্বশুরের হাতে পায়ে তেল মালিশ করতে গিয়ে দেখেন, দুই হাতের বৃদ্ধাঙ্গুলিতে কালির ছাপ। এটি দেখে তিনি হতবাক হয়ে যান। পরে যোগেন মোক্তারকে ডাকলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

পঞ্চগড়ে স্বামীর বাড়ি থেকে বাবার মৃত্যুর খবর পান মেয়ে রত্না রানী। তিনি বলেন, কোনো একটি মহল ভবিষ্যতে আমাদের ক্ষয়ক্ষতিসহ অর্থসম্পদ হাতিয়ে নিতে সবার অজান্তে এ কাজ করেছেন।

পুত্রবধূ অঞ্জনা রানী বলেন, আমি বাবার শরীরে তেল মালিশ করতে গিয়ে দেখি তার আঙুলে কালির ছাপ। কে বা কারা এটি করেছে আমাদের জানা নেই। তবে যেই করুক আমাদের ক্ষতি করার জন্য কিংবা সম্পদ হাতিয়ে নিতে এটি করেছে।

স্থানীয় পুষনাথ রায় বলেন, ‘উনি সম্পর্কে আমার কাকা হন। খবর পেয়ে কাকার বাড়িতে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছেন। পরে আমার সন্দেহ হয় যে মারা গেছে কি না। পরে দেখলাম সত্যিই কাকা মারা গেছেন। পরে বিষয়টি কাকিসহ বাড়ির লোকজনকে জানালাম। এরপর কাকি আমাকে কাকার হাত তুলে দেখালো। তখন দেখি কাকার হাতের আঙুলে কালির ছাপ।’

এ ব্যাপারে হাসনাবাদ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকার বলেন, আমি নিজেও বিষয়টি দেখে এসেছি। এ পরিবারের লোকজনকে নিয়ে থানায় জিডি করা হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পলাশ চন্দ্র জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ রানা/এসআর/এএসএম