ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচনে প্রভাব বিস্তারের দায়ে মানিকগঞ্জে ১০ জনের জেল

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৫ জানুয়ারি ২০২২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রভাব বিস্তার করায় ১০ জনকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে সকাল ৮ থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর গালা ইউনিয়নের কামারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পরিদর্শন করেন। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তার করায় ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে সাতদিন করে করাদণ্ড দেওয়া হয়।

বি.এম খোরশেদ/এসজে/জিকেএস