হাসপাতালের ডোবায় মিললো নিখোঁজ রোগীর মরদেহ
হাসপাতালের পাশের ডোবায় মিললো নিখোঁজ রোগীর মরদেহ
নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ রোগী নজরুল ইসলাম পলাশের (৪৩) মরদেহ পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন রোগীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই রোগীর মানসিক সমস্যা ছিল। হৃদরোগ নিয়ে হাসপাতালে ভর্তির পর নিখোঁজ হন তিনি। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’
নিহত নজরুল ইসলাম পলাশ জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
তার স্ত্রী আয়েশা বেগম জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে পলাশকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডের বি-২ বেডে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি বেডে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে ওষুধ কিনে আসার পর পলাশকে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘রাতে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে খবর পেয়ে কোয়ার্টারের ডোবায় পাওয়া মরদেহটি শনাক্ত করি।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার
- ২ বেনাপোল দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারী যাতায়াত
- ৩ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের
- ৪ মাদারীপুর থেকে লুণ্ঠিত ৪৬২ গ্যাস সিলিন্ডার আশুলিয়ায় উদ্ধার
- ৫ স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা