সাঁথিয়া উপজেলা শিবিরের সেক্রেটারি গ্রেফতার
পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিবর রহমানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। আটক আজিবর উপজেলার কাশিনাথপুর পশ্চিমপাড়া মহল্লার জানু শেখের ছেলে ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কাশিনাথপুর বাজার থেকে আজিবরকে গ্রেফতার করা হয়। আজিবর ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নাশকতা, গাড়ি ভাঙচুর, সরকারি গাছ কাটাসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়া আগামী ৬ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
একে জামান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ