কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আবিরের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে আবির (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে চরহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবির ওই গ্রামের জিকন মজুমদারের ছেলে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জামিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় বাড়ির শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম