ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লাইন ছাড়া টিকা না দেওয়ায় মেডিকেল কর্মকর্তাকে লাঞ্ছনা

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২২

লাইন ছাড়া টিকা না দেওয়ায় জামালপুরের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এছাড়া হাসপাতালের আরও তিন সদস্যকে মারধর করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। যদিও সংগঠনটির উপজেলা শাখার সভাপতির দাবি, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টা থেকে ১২-১৭ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনার টিকা দেওয়া শুরু হয়। দুপুরে জোহরের নামাজ শেষে টিকা নিতে আসে একদল যুবক। যারা নিজেদের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে দাবি করে লাইনে দাঁড়াতে পারবে না বলে জানান।

এ সময় তাদের লাইন ছাড়া টিকা দেওয়া হবে না বলে জানানো হয়। এ কথা শুনে মুহূর্তেই তারা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের টিকার ইনচার্জ মো. আসাদুজ্জামান খান (এমটিইপিআই), অ্যাম্বুলেন্সচালক যুবাইদুল হকের সহকারী হৃদয় ও ওয়ার্ডবয় হারুন অর রশিদ হারুনকে মারধর শুরু করে। এ সময় বাইরে হট্টগোল শুনে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাহেদুর রহমান (আরএমও) এগিয়ে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। পরে হৃদয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিকিউরিটি গার্ড রাউফুল আলম জাগো নিউজকে বলেন, ‘আমি তখন ভেতরে ডিউটি করছিলাম। হট্টগোল শুনে বাইরে এসে দেখি প্রায় ৩০-৪০ জন পোলাপান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদয়, হারুন ও এমটিইপিআইকে মারধর করছে। সাহেদুর রহমান স্যারকেও লাঞ্ছনা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু জাগো নিউজকে বলেন, ‘লাইন দাঁড়ানোকে কেন্দ্র করে কে বা কারা হট্টগোল করেছে তা আমি জানি না। তবে এর সঙ্গে আমার নেতাকর্মীরা জড়িত নয়। যদি কারও বিরুদ্ধে এ ধরনের প্রমাণ মেলে তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক জাগো নিউজকে বলেন, ‘কাউকে চিনতে না পারলেও আমরা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি গ্রহণ করছি। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জাগো নিউজকে বলেন, আমি পরিদর্শনে এসেছি, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম