ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০১:৩৭ এএম, ০৯ জানুয়ারি ২০২২

ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১০টায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার মিতু পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে ও রাজাপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারটি রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার মো. ওয়াহেদ হাওলাদারের বাড়িতে ভাড়া থাকে।

কয়েকজন প্রতিবেশী জানান, ঘটনার সময় ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে ছিলেন না। তারা ওই ছাত্রীকে ওড়নায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ঘটনার খবর জানতে পেরে থানার একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আগামীকাল সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এমআরআর