ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গলায় ৭০ সেলাই

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৯ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জে মাছ কেনাকে কেন্দ্র করে ছমিদুল (১৮) নামের এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।

আহত ছমিদুলকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় ৭০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৮ জানুয়ারি) সকালে শহরের এস এস রোডের বড়বাজারে এ ঘটনা ঘটে।

আহত ছমিদুল পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার টুক্কা ব্যাপারীর ছেলে। আহত অন্যরা হলেন-ওয়াজ নবির ছেলে মিজান, মৃত হোসেন ব্যাপারীর ছেলে জাহানুর। বাকি দুজনের নাম জানা যায়নি।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে শহরের এস এস রোডের বড় বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে ক্রেতা রিপতি সানজিদা রিয়ার সঙ্গে মাছ ব্যবসায়ী ছমিদুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিয়া ফোন করে শামিমসহ আরও কয়েকজনকে বাজারে ডেকে আনেন। তারা এসে ছমিদুলের গলায় ছুরিকাঘাত করেন। এসময় মাছ ব্যবসায়ীরা রিপতি সানজিদা রিয়া ও শামিম হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই দুজনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন-সিরাজগঞ্জ জুয়েলস অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জুয়েলের বড় মেয়ে ও পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আকিব সাজ্জাদ শুভর স্ত্রী রিপতি সানজিদা রিয়া (২৪) ও শামিম হোসেন (২৭)।

সিরাজগঞ্জ বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফয়েজ উদ্দিন বলেন, ছমিদুলের অবস্থা অবনতি হওয়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষত বেশি হওয়ায় তার গলায় ৭০টি সেলাই দেওয়া হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক রোকনুদ্দিন জানান, গলায় ৭০টি সেলাই দেওয়া হলেও ছমিদুল বর্তমানে আশঙ্কামুক্ত।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫-৭ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন ছমিদুলের বড় ভাই ইমরান হোসেন।

এসআর/জেআইএম