হিলিতে পেঁয়াজ আমদানি বেড়েছে
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বেড়েছে। ফলে কমতে শুরু করেছে দামও।
আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতাদের দাবি, ভারতীয় পেঁয়াজ আমদানি সচল থাকলে দাম হাতের নাগালে থাকবে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে হিলি বাজারে কেজিতে ৪-৬ টাকা কমে ২৬-২৭ টাকায় মিলছে ভারতীয় পেঁয়াজ।
হিলি বন্দরের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মাত্র তিন ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে শনিবার (৮ জানুয়ারি) একদিনেই ১৯ ট্রাকে ৫২৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা মিঠু জানান, বেশকিছু দিন থেকেই ভারতীয় পেয়াঁজের আমদানি কম ছিলো। দেশিয় পেঁয়াজের সরবরাহ বেশি এবং দামে কমের কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদাও কম ছিল। তবে গত সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় ঘনকুয়াশার কারণে দেশি পেঁয়াজ সরবরাহ কমে যায়। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ে। আমদানি বেড়ে যাওায় কয়েকদিনের তুলানায় দাম কেজিতে ৪-৬ টাকা কমেছে। গেল তিনদিন আগে ভারতীয় ভালো মানের পেঁয়াজের দাম ছিল ৩২ টাকা। আজ সেই পেঁয়াজ ২৬-২৭ টাকায় বিক্রি হচ্ছে।
আব্দুল রাফি নামের এক ক্রেতা জানান, দীর্ঘদিন থেকে পেঁয়াজের দাম হাতে নাগালেই রয়েছে। সারাবছর এমন দাম থাকলে ভালো হতো।
মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা