ভোটে জিতে বাড়িতে নৃত্য-মাদকের আসর বসালেন মেম্বার
নাচের আয়োজন করেন ইউপি মেম্বার রকিবুজ্জামান আলপিন
সিরাজগঞ্জের তাড়াশে সমর্থকদের জন্য মেয়ে এনে নাচ ও মাদকের আসর বসানোর অভিযোগ উঠেছে নবনির্বাচিত এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
রোববার (৯ জানুয়ারি) রাতে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রকিবুজ্জামান আলপিন তার নিজ বাড়িতে এ আয়োজন করেন।
স্থানীয় সূত্র জানায়, ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নে ভোট হয়। এতে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন রকিবুজ্জামান আলপিন।
নির্বাচিত হয়েই রোববার রাতে দোবিলা গ্রামের নিজ বাড়িতে পাঁচজন মেয়ে এনে নাচের আয়োজন করেন রকিবুজ্জামান। অনুষ্ঠানস্থলেই মদপান ও অশ্লীলতায় মেতে ওঠেন তার সমর্থকরা। এ সময় মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলামও উপস্থিত ছিলেন। পরে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে জানতে নবনির্বাচিত ইউপি সদস্য রাকিবুজ্জামান আলপিনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম বলেন, রকিবুজ্জামান আলপিন ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। এলাকার লোকজন বাধা দিলে সাংস্কৃতিক অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। তবে বক্সে গান বাজিয়ে মেম্বারের পরিবারের মেয়েরা নেচেছে।
অনুষ্ঠানস্থলেই মাদক সেবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদক সেবনের অভিযোগ মিথ্যা। নির্বাচনে পরাজিত হয়ে একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, স্থানীয়রা বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ধরনের অশ্লীল আয়োজন করা একজন ইউপি সদস্যের শোভা পায় না। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/এএসএম