নওগাঁয় ব্লেড দিয়ে নিজের গোপনাঙ্গ কাটলেন যুবক
প্রতীকী ছবি
নওগাঁয় ব্লেড দিয়ে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক।
সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
তাকে প্রথমে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠান।
এমরান হোসেন নামের আহতের ফুফাতো ভাই বলেন, ‘উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছেন ওই যুবক। এরপর সেনাবাহিনীতে চাকরি হয় তার। চাকরিতে যোগদানের পর মাথার সমস্যা দেখা দিলে আর যাননি সেখানে। গত দুই বছর ধরে বাড়ি থেকে তেমন বের হন না।’
তিনি আরও বলেন, ‘সকালের খাবার খেয়ে তার নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। সাড়ে ৯টার দিকে টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। টয়লেট থেকে বের হলে তার মা বিষয়টি দেখে প্রতিবেশীদের ডাক দেন। পরে প্রথমে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠান।’
আহতের বাবা বলেন, ‘তার মাথার সমস্যা ছিল। অনেক চিকিৎসা করানোর পরও কোনো উন্নতি হয়নি। তবে কেন এমনটা করলো বুঝতে পারছি না।’
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমা সুলতানা মনিকা বলেন, ‘গোপনাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ায় শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
আব্বাস আলী/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’