জামালপুরে গাড়িচাপায় আ’লীগ নেতা নিহত
নিহত সৈয়দ গোলাম সরওয়ার জাহান
জামালপুরে গাড়িচাপায় সৈয়দ গোলাম সরওয়ার জাহান (৪২) নামের আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ময়লার ডাম্পিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম সরওয়ার জাহান শহরের হাটচন্দ্রা বাজার এলাকার সৈয়দ ছানা মিয়ার ছেলে। তিনি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দ গোলাম সরওয়ার আকা মোটরসাইকেল আরোহী ছিলেন। দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ্ এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম