ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেড় বছর কারাভোগ শেষে ভারতে ফেরত গেলেন মা-মেয়ে

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১০:০৩ পিএম, ১০ জানুয়ারি ২০২২

দেড় বছর কারাভোগ শেষে ভারতে ফেরত গেলেন মা-মেয়ে। সোমবার (১০ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এরা হলেন- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার কুলোপাড়া গ্রামের শামসুল মণ্ডলের স্ত্রী মোছা. গোলে বিবি (৩৫) ও তার মেয়ে ছায়া খাতুন শোভা (১৮)।

গোলে বিবি জানান, ২০২০ সালে ২৯ সেপ্টেম্বর জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামে ডাক্তার দেখাতে এসে বিজিবির কাছে আটক হন তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল হয় তাদের। তারপর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন।

এসময় বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলীম, দর্শনা থানার এসআই মাহমুদল, চেকপোস্ট কমান্ডার হাবিলদার লোকমান হাকিম, চুয়াডাঙ্গা কারারক্ষী মো. হেলাল উদ্দিন, বিএসএফের গেঁদে কোম্পানি কমান্ডার এসি নাগেন্দ্রর পাল, কেষ্টগঞ্জ থানার আইসি বাপিন মুখার্জি, কাস্টমস সুপারিনটেনডেন্ট সুব্রত মণ্ডল, ইমিগ্রেশনের টুআইসি মি. সন্দীপ প্রমুখ উপস্থিত ছিলেন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম