ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নন্দীগ্রামে জুতা পায়ে শহীদ বেদিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:০০ পিএম, ১১ জানুয়ারি ২০২২

করোনার টিকা নিতে এসে বগুড়ার নন্দীগ্রামে শহীদ মিনারে শিক্ষার্থীরা জুতা পায়ে ফটোসেশন করছে। কেউ জুতা পায়ে শহীদ বেদিতে বসে মোবাইল ফোনে গেমস ও আড্ডা দিতে দেখা গেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের পাশের শহীদ মিনারে এ ধরনের চিত্র দেখা যায়।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত সোমবার থেকে নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হয়েছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। এতে উপজেলার ১৪ হাজার ৫০০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। সে করোনার টিকা নিতে এসে মঙ্গলবার বেলা ১১টা দিকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুতা পায়ে শহীদ বেদিতে উঠে ফটোসেশন করতে দেখা গেছে। কেউ জুতা পায়ে শহীদ বেদিতে বসে মোবাইলে গেমস খেলছে, দিচ্ছে আড্ডা।

শিক্ষার্থী আতিক হাসান বলেন, ‘টিকা দিতে দেরি হচ্ছিল। প্রচণ্ড ভিড়। বন্ধুদের সঙ্গে ঘোরাফেরার সময় হঠাৎ করেই জুতা পায়ে উঠেছি। এটা আমাদের ভুল হয়েছে, বুঝতে পারিনি।’

jagonews24

উপজেলার বিজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকার বলেন, ‘এখানে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনার টিকা নিতে এসেছে। তবে শহীদ মিনারে জুতা পায়ে ওঠা অত্যন্ত দুঃখজনক।’

নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, ‘কেউ জুতা পায়ে শহীদ বেদিতে উঠলে খুবই দুঃখজনক ঘটনা। এটি দেশ ও জাতির জন্য লজ্জার।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন প্রামাণিক বলেন, ‘উপজেলার অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। তবে যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনার জুতা পায়ে উঠেছে। সেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ করার জন্য শনাক্ত করা হচ্ছে।’

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত বলেন, ‘শিক্ষার্থীদের মনিটরিংয়ের দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হয়েছে। যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনার অবমাননা করেছে, সেই সব বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

আরএইচ/এএসএম