ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিজারের পরই মারা গেলো মা ও সন্তান

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১২ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় নাসিমা খাতুন নামে (৩০) এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ভুল ক্লিনিকে ভুল চিকিৎসার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে একতা নার্সিং হোম নামে একটি ক্লিনিকে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খইলসাকুরি গ্রামের সন্তান সম্ভবা নাসিমা খাতুনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর কোনো প্রকার পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই তার সিজারিয়ান অপারেশন করা হয়। সিজারের পর শিশু সন্তানটি মারা যায়। ডাক্তার তাৎক্ষণিক রোগীকে রংপুরে রেফার্ড করেন। এরপর ক্লিনিক কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স এনে রোগীকে সেখানে রেখে পালিয়ে যায়।

Clinick-(2).jpg

ওই রোগীর সার্জারি চিকিৎসক ডা. জাহাঙ্গীর বলেন, বাচ্চা পেটেই মৃত ছিল এবং রোগীর বিপি পাওয়া যাচ্ছিল না। এমন অবস্থায় আইসিইউ প্রয়োজন হতে পারে ভেবে রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করি। কিন্তু তার স্বজনরা তাকে নিয়ে যেতে রাজি হয় না। দ্রুত রংপুরে নিয়ে গেলে হয়তো রোগীটিকে বাঁচানো যেত।

একতা ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগযোগ করা হলেও কাউকেই পাওয়া যায়নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর হাসান তানু/এফএ/এমএস