ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষকদের জন্য স্মার্ট হেলমেট তৈরি করলেন চাঁপাইনবাবগঞ্জের যুবক

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১২ জানুয়ারি ২০২২

কৃষককে রোদ থেকে বাঁচাতে বিশেষ হেলমেট তৈরি করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সিটি কলেজের শিক্ষার্থী আবু সাঈদ। রোদ থেকে বাঁচার পাশাপাশি হেলমেট থেকে ফ্যানের মতো বাতাসও উপভোগ করতে পারবেন কৃষক।

বুধবার (১২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে বিজ্ঞান মেলায় স্মার্ট হেলমেটটি প্রদর্শন করেন উদ্ভাবক আবু সাঈদ।

jagonews24

আবু সাঈদ বলেন, কৃষকদের মাঠে কাজ করতে গিয়ে রোদে পুড়তে হয়। কৃষকদের রোদ থেকে বাঁচাতে কাজ করবে এ হেলমেট। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, কৃষকরা সহজেই পরতে পারবেন। হেলমেট ব্যবহারে এর সঙ্গে লাগানো ফ্যানের পাখা ঘুরতে থাকবে। ফলে কাজ করার সময় ঠান্ডা বাতাসও উপভোগ করতে পারবেন কৃষক। কৃষকের কাজ ব্যাহত হবে না। এতে যে লাইট লাগানো আছে তা দিয়ে রাতেও কাজ করতে পারবেন কৃষকরা। অনেক সময় বাঁচবে।

jagonews24

ছয়টি উপকরণ দিয়ে বিশেষ এই হেলমেটটি বানানো হয়েছে। উপকরণগুলো হলো-একটি মোটর, পাখা, ব্যাটারি, সোলার প্যানেল, বৈদ্যুতিক তার ও একটি লাইট। মাঠে কাজ করার সময় মোবাইলে চার্জ শেষ হলে ওই হেলমেট দিয়ে মোবাইল চার্জ করা যাবে।

jagonews24

তবে বিশেষ হেলমেটটির এখনও দাম নির্ধারণ করেননি উদ্ভাবক যুবক।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস