ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ-অগ্নিসংযোগ, পুড়লো ৫ দোকানঘর

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১২ জানুয়ারি ২০২২

ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় পাঁচটি ভাঙারির দোকানে অগ্নিসংযোগ করা হয়। এতে সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের ভৈরবপুর মনামারা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

jagonews24

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ছাবের আলী হাজির বাড়ির ছেলেরা ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার কসাই হাটি বাড়ির লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাঁচটি ভাঙারির দোকানে অগ্নিসংযোগ করা হয়। সব দোকান পুড়ে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

jagonews24

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পাড়ার মধ্য সংঘর্ষ হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ সময় কয়েকটি দোকানঘরে অগ্নিসংযোগ করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসজে/জিকেএস