বসতঘরে মিললো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার দুলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) ও তার স্ত্রী পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের নূরুল ইসলামের মেয়ে নূর নাহার (২৮)।
রুবেলের মা আকলিমা জানান, ১২ বছর আগে নুর নাহারের সঙ্গে রুবেলের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। তিন বছর পর কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে দেশে আসে রুবেল। দেশে ফেরার পর থেকেই রুবেলের সঙ্গে স্ত্রী নূর নাহারের পারিবারিক কলহ লেগেই থাকতো। বুধবার রাতে এক সঙ্গে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে বাড়ির সবাই। সকালে নূর নাহার ছেলেকে মক্তবে নিয়ে যায়। এরপর সকালে পাশাপাশি দুই কক্ষে তাদের দু’জনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, রুবেল রাতেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। অপরদিকে নূর নাহার ছেলেকে মক্তব দিয়ে ফিরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে নিজেও ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম