কুড়িগ্রাম দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ
সঞ্চালন লাইনে জরুরি ও বার্ষিক সংরক্ষণ কাজের জন্য কুড়িগ্রাম জেলায় দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৪ জানুয়ারি) ও শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী
স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কুড়িগ্রাম ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি ও বার্ষিক সংরক্ষণ চলবে। ফলে কুড়িগ্রাম জেলা শহরসহ পল্লী বিদ্যুৎ এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
মাসুদ রানা/এসজে/জিকেএস