ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভিড় বেড়েছে পুরাতন গরম কাপড়ের দোকানে

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০২২

শীতের প্রকোপ বাড়ায় সিরাজগঞ্জে পুরাতন গরম কাপড়ের বিক্রি বেড়েছে। শহরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অস্থায়ী পুরাতন কাপড়ের দোকানগুলোতে সারাদিন ভিড় লেগেই থাকছে। কম দামে ভালো মানের গরম কাপড় মেলায় এসব দোকানে বেচাকেনাও ভালো হচ্ছে। বিক্রেতারা বলছেন, চাহিদা থাকায় মাঘের শেষ পর্যন্ত বিক্রি চলবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, হাট-বাজার, রাস্তার পাশের ফুটপাতে বাঁশ, পলিথিন দিয়ে বানানো হয়েছে পুরাতন কাপড়ের দোকান। দোকানগুলো রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। তবে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকে। কোনো কােনো দোকানি মাত্র ২০ টাকায় বিক্রি করছেন এসব পোশাক। ক্রেতাদের বেছে বেছে তাদের পছন্দমতো পোশাক কিনছেন।

jagonews24

পুরাতন কাপড়ের ক্রেতা সোহরাব আলী জাগো নিউজকে বলেন, ‘এসব দোকানে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে মোটা ভালো সোয়েটার পাওয়া যায়। কম দামে ভালো মানের শীতের কাপড় কেনা যায়। এজন্য দোকানগুলোতে ভিড় বেশি।’

উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের পুরাতন কাপড় বিক্রেতা মোফাজ্জল হোসেন বলেন, কোরিয়া, তাইওয়ান, জাপানসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে জাহাজে করে কাপড়গুলো বাংলাদেশে আনা হয়। সেখান থেকে আমরা কিনে এনে হাট-বাজারে বিক্রি করি। শীতের প্রকোপ বাড়ায় বিক্রি বেশি হচ্ছে। তবে চলতি বছর দাম কিছুটা বেশি।

এসআর/এএসএম