ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ড্রাইভিং সিটের নিচে লুকানো ছিল ৬০ লাখ টাকার ইয়াবা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২

ফেনীতে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আবদুল মতিন (৬০) নামের এক ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর এলাকায় একটি ট্রাক থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

ড্রাইভিং সিটের নিচে লুকানো ছিল ৬০ লাখ টাকার ইয়াবা

আটক আবদুল মতিন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া এলাকার মৃত ফজলুল করিম মাস্টারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট বসান র‌্যাব সদস্যরা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক সন্দেহ হলে থামানোর সংকেত দেওয়া হয়। তবে ট্রাকটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িসহ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন। পরে ট্রাকের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

ড্রাইভিং সিটের নিচে লুকানো ছিল ৬০ লাখ টাকার ইয়াবা

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দ মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসআর/জেআইএম