বন্দরের ৩ কেন্দ্রে নারীদের দীর্ঘ সারি, ভোটগ্রহণে ধীরগতি
কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি
নারায়ণগঞ্জ বন্দর এলাকায় বিভিন্ন কেন্দ্রে নারীদের ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে। দীর্ঘসময় সারিতে দাঁড়িয়েও ভোট দিতে পারছেন না তারা। ইভিএমে ভোট দিতে গিয়ে নারীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। বয়স্ক নারীদের অনেকেরই ফিঙ্গার প্রিন্টে সমস্যায় পড়তে হচ্ছে। ফলে ভোটগ্রহণে দেরি হচ্ছে।
হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসিফ হাসান জাগো নিউজকে বলেন, ‘সকাল ৮টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’

তিনি বলেন, ‘নারীরা ইভিএমে অভ্যস্ত নয়। তাদেরকে সবকিছু শিখিয়ে দিতে হচ্ছে। এছাড়া শীতের দিন এভং ভোটারদের অধিকাংশই বয়স্ক হওয়ায় ফিঙ্গার প্রিন্ট পেতে ঝামেলা হচ্ছে। দফায় দফায় চেষ্টার পর ফিঙ্গার প্রিন্ট মেলানো যাচ্ছে।’
হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৯১ জন। পুরুষদের কেন্দ্রের বাইরে তেমন ভিড় না থাকলেও নারীরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন। দেড় থেকে দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে বুথে ঢুকতে পারেননি বলে অভিযোগ নারী ভোটারদের।

এদিকে, কেন্দ্রটিতে নারী ভোটার এক হাজার ২২৬ জন। নির্বাচন শুরুর প্রথম তিন ঘণ্টায় এ কেন্দ্রে ভোট দিয়েছেন ২১২ জন ভোটার।
হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকির হোসেন বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে ইভিএম পদ্ধতি নতুন হওয়ায় কিছুটা ধীরগতিতে ভোট কাস্ট হচ্ছে।’
এএএম/এএএইচ/এএসএম