মধ্যরাতে শীতার্তদের পাশে সাতক্ষীরা জেলা প্রশাসক
পৌষের কনকনে শীতের গভীররাতে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। এ সময় তার সঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হকসহ তিন সংবাদকর্মী।
মঙ্গলবার রাতে শহরের অদূরে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পাশে আলিপুর, বাঁকালসহ বিভিন্ন এলাকার খুপড়ী ঘরগুলোতে অসহায় মানুষদের মাঝে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক।
রাতের আধারে ঘুম থেকে উঠে জেলা প্রশাসকের হাত থেকে অপ্রত্যাশিতভাবে একটি কম্বল হাতে পেয়ে অত্যান্ত খুশি এসব মানুষগুলো। অসহায় মানুষগুলো আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে আগে কোনোদিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।
জেলা প্রশাসক নাজমুল আহসান জাগো নিউজকে জানান, শীতের মধ্যে অনেক কষ্টে থাকে এসব মানুষগুলো। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুঃস্থ শীতার্ত এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। যদি তারা একটু হলেও স্বস্তি পায়।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন