ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেম করে বিয়ে, ঝগড়ায় একে অপরকে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৭ জানুয়ারি ২০২২

বগুড়া সদর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে একে অপরকে হত্যাচেষ্টা করেছেন স্বামী-স্ত্রী। দুজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দম্পতি হলেন- বানদীঘি পশ্চিমপাড়ার গ্রামের হিরু শেখের ছেলে গোলজার শেখ (২৫) ও তার স্ত্রী সুইটি বেগম (২২)।

স্থানীয়রা জানান, গোলজার ও সুইটি তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন। গোলজার শেখ পেশায় কাঠমিস্ত্রি। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। এর জেরে সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে গোলজার ধারালো বাটাল দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন। এ সময় স্ত্রী সুইটি বেগমও ব্লেড দিয়ে স্বামীর গলায় আঘাত করেন। পরে পরিবারের লোকজন দুজনকেই উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জাগো নিউজকে বলেন, তাদের দুজনকে ভর্তি করা হয়েছে। তারা এখন ভালো আছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জাগো নিউজকে বলেন, স্বামী-স্ত্রী দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/জিকেএস