ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাটকা বিক্রেতাকে জরিমানা

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২২

ঝালকাঠির রাজাপুরে জাটকা বিক্রির অপরাধে মনির হোসেন (২১) নামের এক মাছবিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন হবিগঞ্জের কামারপাড়া এলাকার মো. জরুমিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। এসময় ১৫ কেজি জাটকাসহ মনির হোসেনকে আটক করেন তারা। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনির হোসেনকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আতিকুর রহমান/এসআর/এমএস