ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবি পলিটেকনিক শিক্ষকদের

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২২

রাজস্ব খাতে চাকরি স্থানান্তর ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) আওতাধীন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিকক্ষরা।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর আইডিইবির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিউল ইসলাম সাজু, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি লুৎফুল কবীর বকুল, আব্দুল হাকিম, মনোয়ার হোসেন, তাহমিনা আক্তার, কামরুজ্জামান প্রমুখ।

di-(2).jpg

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের চিফ ইনেস্পেক্টর আবু সাঈমসহ প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী এবং আইডিইবির নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও আমারা দীর্ঘদিন থেকেই ক্লাস নিচ্ছি। কিন্তু তার বিনিময়ে আমরা কোনো বেতন-ভাতা পাই না। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের ১৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে এবং স্টেপ সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থান্তরের জন্য প্রক্রিয়াধীন শিক্ষকদের চাকরি চূড়ান্তভাবে দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করতে।

কারিগরি শিক্ষার মানোন্নয়নে ২০১০ সালে 'স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) শুরু হয় এবং ২০১৯ সালের ৩০ জুন শেষ হয় প্রকল্পটি। দুই ধাপে এই প্রকল্পের আওতায় এক হাজার ১৫ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। প্রকল্প শেষে শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী।

এমদাদুল হক মিলন/এসজে/এমএস