তেঁতুল গাছ থেকে পড়ে ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
বরগুনার পাথরঘাটায় গাছ থেকে পড়ে আবুল হোসেন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, আবুল হোসেন তার বসতঘরের পাশে তেঁতুল পাড়তে গাছে ওঠেন। অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খালিদ মাহমুদ আরিফ জাগো নিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এসআর/এএসএম