মোটরসাইকেলে লুকানো ছিল ২৭ কেজি রুপা
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ২৭ কেজি রুপা ও একটি মোটরসাইকেলসহ ২ চোরাকারবারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের শহিদুল ইসলাম ও একই গ্রামের বেল্লাল হোসেন।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি ও পুলিশ সদস্যরা গোপন সূত্রে জানতে পারে সীমান্ত থেকে মোটরসাইকেলে বিপুল পরিমাণ রুপা নিয়ে আসছে। পরে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুজন চোরাকারবারিকে আটক করে।
আটককৃত মোটরসাইকেল থেকে বিশেষ উপায়ে রাখা ২৭ কেজি রুপা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম