বিসিসি প্যানেল মেয়রকে কারাগারে পাঠানো হয়েছে
বরিশালে র্যাবের অভিযানে তিন রাউন্ড গুলি ভর্তি আমেরিকায় তৈরি পিস্তলসহ আটক সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র এবং ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী কেএম শহীদুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে তাকে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক মো. আলী হোসাইন অস্ত্র মামলায় শহীদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শহীদুল্লাহ মহানগর বিএনপির সহ-সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে আসীন রয়েছেন। বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, মঙ্গলবার মধ্য রাতে তিন রাউন্ড গুলি ভর্তি আমেরিকায় তৈরি পিস্তলসহ শহীদুল্লাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে র্যাব একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 20160106154900.jpg)
হাজী শহীদের শ্যালক মো. আনোয়ার হোসেন অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শেরেবাংলা মেডিকেলের জরুরী বিভাগের সামনে থেকে র্যাব পরিচয়ে তাকে (শহীদ) একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়। যদিও পরিবারের কাছে তাকে আটকের কথা অস্বীকার করে র্যাব।
হাজী শহীদের স্ত্রী ফারজানা আক্তার রুবি অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরের পর থেকে র্যাব তাকে আটকের কথা অস্বীকার করলেও ওইদিন রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল তাকে (শহীদ) নিয়ে মেডিকেল কলেজে লেনের নিজস্ব বাসায় প্রবেশ করে। র্যাব তার বাসায় প্রায় ২ ঘন্টা তল্লাশীর পর অস্ত্র ও গুলি পাবার কথা জানায়।
সাইফ আমীন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর
- ২ চাঁপাইনবাবগঞ্জে সড়কে ২ তরুণের মৃত্যু: দুই পুলিশ সদস্য প্রত্যাহার
- ৩ মুজিবনগরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মিঠু আটক
- ৪ আড়াই বছরের প্রকল্প ৪ বছরেও অর্ধেক, অনিশ্চয়তায় বাদাঘাট সড়ক
- ৫ কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা, দেখা নেই সূর্যের