ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৪ জানুয়ারি ২০২২

নড়াইলে অস্ত্র মামলায় নাছির শেখ নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। নাছির শেখ জেলার অভয়নগরের ধুলগ্রামের মো. তসির শেখের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, ২০১৪ সালে ৩ ডিসেম্বর বউ বাজার এলাকা থেকে একটি বিদেশি অস্ত্র, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলিসহ তাদের আটক করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির উপস্থিতিতে মো. নাছির শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর দুই আসামি মো. বায়েজীদ ও মফিজ সর্দারকে বেকসুর খালাস দেন।

হাফিজুল নিলু/আরএইচ/এএসএম