ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল সম্পাদক মামুন

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৪ জানুয়ারি ২০২২

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ-আল-মামুন নির্বাচিত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) দিনগত রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শহিদ উল্ল্যাহ কায়সার।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড মো. গোলাম কাউছার শামীম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, সম্পাদক লাইব্রেরী অ্যাডভোকেট নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডভোকেট মো. ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন খান, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাডভোকেট মো. সাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডভোকেট মো. মাসুদ রাণা পাটওয়ারী, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাডভোকেট তাসলিমা আক্তার, অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন মজুমদার ও অ্যাডভোকেট মো. আবু কাউছার, জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এ এন এম মাঈনুল ইসলাম, জেনারেল অডিটর অ্যাডভোকেট শাহদাত সরকার শাওন ও রানিং অডিটর অ্যাডভোটেক মো. নাদিম হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল থেকে সমিতির ৩৩৭ ভোটারের মধ্যে ৩৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আতিক খান/আরএইচ/এএসএম