ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে দুর্নীতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৫ জানুয়ারি ২০২২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি মামলায় পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় সোমবার দিবাগত রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেফতারের পর মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

মাসুদ রানা/আরএইচ/জেআইএম