লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে কৃষকের বাড়িতে ডাকাতি
লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রের মুখে এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশাপুরা গ্রামে মঙ্গলবার গভীর রাতে কৃষক মোস্তফা মিয়ার বাড়িতে ডাকাতরা হানা দিয়ে স্বর্ণ ও মোবাইল ফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সন্ধ্যা পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুুলিশ।
ক্ষতিগ্রস্থ পরিবারের ভাষ্যমতে, ওই গ্রামে রাত তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত মোস্তফা মিয়ার বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। এসময় অস্ত্রের মুখে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতরা স্বর্ণ ও দুইটি মোবাইল ফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান চৌধুরী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।
কাজল কায়েস/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা