ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে বাংলাদেশ-ভারত কাস্টমস কর্মকর্তাদের মিষ্টি বিনিময়

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০২২

দিনাজপুরের হিলিতে ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মিষ্টি বিনিময় করেছেন বাংলাদেশের কর্মকর্তারা। এর আগে আন্তর্জাতিক কাস্টমস দিবসে বন্দরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতীয় কাস্টমস সুপারিন্টেনডেন্ট দেবরাজ শ্যানাল ও সুপারিন্টেনডেন্ট জে কে মণ্ডলের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

এসময় বাংলাদেশের পক্ষে হিলি কাস্টমসের সহকারী কমিশনার জে এম আলী আহসান, ভারতীয় কাস্টমসের ইন্সপেক্টর অদিতি রায়, রাজেশ রঞ্জনসহ বাংলাদেশের কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পানামা পোর্টের সভাকক্ষে আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার হিলি কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলম সভাপতিত্ব করেন। সভায় আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এমএস