ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৮ জানুয়ারি ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে প্রবেশ দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে আগামী ১০ ফেব্রয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বঙ্গবন্ধুর সমাধি সৌধ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

গোপালগঞ্জসহ সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসন এ নিষোধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে। এরই মধ্যে সমাধি সৌধের বাইরে এ- সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।

মেহেদী হাসান/এসআর/এএসএম