ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আতশবাজির আগুনে তিন বসতঘর ভস্মীভূত

টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফে আতশবাজির আগুনে তিন বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর রোজারঘোনা এলাকার একটি বাড়িতে বাগদান অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি বসতঘর পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেম্বার বশির আহমদ অগ্নিকাণ্ডের ব্ষিয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন।

এসআর/এএসএম