রামগঞ্জে বাল্যবিয়ে বন্ধ, খাবার খেলেন গ্রামবাসী
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলায় বন্ধ করা হলো এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় লামচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতিতে এ বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, ৩৩৩ হটলাইনের ফোন কল পেয়ে ইউপি চেয়ারম্যান ফায়িজ উল্যা জিসান পাটওয়ারী ও পুলিশ বিয়ে বাড়িতে হাজির হন। এসময় অভিভাবকরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। আসেনি বরপক্ষও।
থানা পুলিশ জানায়, উপজেলার লামচর ইউনিয়নের হাজীপুর গ্রামের মাহবুবুর রহমানের মেয়ের (মাহমুদা রহমান নাবিলা) বয়স বর্তমানে ১৫ বছর ৯ মাস। তারা ঢাকার ভাটারা এলাকায় থাকতেন। মেয়ে সেখানে পড়ালেখা করতেন। সম্প্রতি করোনা মহামারির কারণে তারা গ্রামে চলে আসেন। ওই স্কুলছাত্রীর সঙ্গে রামগঞ্জের মধ্য আঙ্গারপাড়া এলাকার কালু পাটওয়ারীর ছেলে রবিন পাটওয়ারীর বিয়ের দিন ঠিক হয়। পরে এ বিষয়ে ৩৩৩ হটলাইনে অভিযোগ করা হলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ উদ্দিনকে নিয়ে বিয়ে বন্ধ করেন ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বলেন, খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বিয়ে উপলক্ষে একশ মেহমানের খাবারের আয়োজন ছিল। পরে গ্রামবাসীকে আপ্যায়ন করানো হয়। অভিভাবকরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেছেন।
কাজল কায়েস/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আগুন
- ২ টানা পাঁচদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
- ৩ বিএনপির ৫ নেতার ‘সুপার ফাইভ বাহিনীর’ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
- ৪ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ৫ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি