সাফারি পার্কে ফের জেব্রার মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ১০ জেব্রার মারা গেছে।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।
তিনি জানান, শনিবার (২৯ জানুয়ারি) সকালে দুটি জেব্রা অসুস্থ হয়। তাৎক্ষণিক জেব্রা দুটিকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে একটি মারা যায়। অপরটির চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে নয়টি জেব্রা মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে পার্কে বৈঠক হয়।
এদিকে সাফারি পার্কে আরো দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জেব্রাগুলোর জরুরি চিকিৎসা প্রদান এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন, জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এ বি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।
বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগ দিয়েছেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার স্বপন এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।
মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা