ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৩:২২ পিএম, ৩০ জানুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্রসহ কেফায়েত উল্লাহ (৩৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন।

রোববার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার তাজনিমারখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এবিপিএন। এসময় কেফায়েত উল্লার ঘরে তল্লাশি চালিয়ে চালের ড্রাম থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, মামলা দিয়ে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/জিকেএস