ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কের কাজে লাইন লিকেজ, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

যদিও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একাধিক কর্মকর্তা জানান, আশুগঞ্জ-আগরতলা চারলেন সড়কের কাজে গ্যাসলাইন লিকেজ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী রবিউল হক জাগো নিউজকে জানান, ‘আশুগঞ্জ-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের কাজ চলছে। এ কাজে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সামনে ভেকু মেশিনের কারণে একটি পাইপ লিকেজ হয়ে যায়। এতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।’

তিনি আরও জানান, আমরা মাত্র আধাঘণ্টা আগে বিষয়টি জানতে পেরেছি। ইঞ্জিনিয়ারিং টিম মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত গ্যাস সরবরাহ করা যাবে।’

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস