ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১২:২৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে হামলার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকালে পালং মডেল থানায় মামলাটি করেন প্রিসাইডিং অফিসার ইমাম হোসেন।

এরআগে ৩১ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফল ঘোষণার পরই এ হামলা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে ও অজ্ঞাত রয়েছে অনেকে। মামলার বাদী হয়েছেন প্রিসাইডিং অফিসার ইমাম হোসেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচজন প্রার্থী ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল সাড়ে ৫টার দিকে বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন ভোটের ফল ঘোষণা করেন।

ফল ঘোষণা শেষ হলে কেন্দ্রের বাইরে থাকা পরাজিত প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করেন। এসময় হামলাকারীরা ভোটকেন্দ্রের মাঠে থাকা পুলিশের দুটি, সহকারী প্রিসাইডিং অফিসারদের দুটি মোটরসাইকেল ও ভোটের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ, র‍্যাব ও বিজিবি নিয়ে হামলাকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির।

ছগির হোসেন/এফএ/জেআইএম