ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের নিরঙ্কুশ বিজয়

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১২:৫২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৭ পদের মধ্যে ১২ পদে আওয়ামীপন্থী আইনজীবীরা জয়লাভ করেছেন। বাকি পাঁচ পদ জয় পেয়েছেন বিএনপি সমর্থিতরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট রজব আলী সরকার।

এর আগে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- সভাপতি পদে আলহাজ গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্না, সহ-সভাপতি মো. লুৎফর রহমান ও আব্দুল লতিফ সরকার, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, গ্রন্থাগারিক সম্পাদক মো. শাহ আলম, কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব রক্ষক দ্বীপ ভাস্কর ঘোষ। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, হেদায়েতুল ইসলাম, আব্দুর রউফ রাজা, কামরুজ্জামান খোকন।

বিএনপির বিজয়ীরা হলেন, সহকারী-গ্রন্থাগারিক নাদিম ইবনে মোস্তফা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শফিকুল ইসলাম আকন্দ, সদস্য পদে আলহাজ আব্দুর রউফ রাজা, আব্দুল আজিজ সরকার ও মাসুদুর রহমান।

এএইচ/জেআইএম